Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
news
Details

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার আটার ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার সমন্বয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে উন্নয়ন মেলার এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় উন্নয়ন মেলার সার্বিক বিষয় ও করণীয় নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এছাড়াও মেলার বিষয় নিয়ে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী,উপজেলা ভেটেরিনারি সার্জন ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি বেগম,উপজেলা সমবায় কর্মকর্তা এম.এ মন্নান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের আহসান, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুলসহ সংশ্লিষ্ট দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, সারা দেশের ন্যায় সরকারের গৃহীত পদক্ষেপের আলোকে আগামী ৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত ৩ দিনব্যাপী চকরিয়া উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ পাশ্বোক্ত কমিউনিটি সেন্টারের মাঠে এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।http://parbattanews.com/%E0%A6%9A%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0/#.Wjuc01WWbIU

Images
Attachments
Publish Date
19/12/2017
Archieve Date
19/02/2018