হযরত মাওলানা মোহাম্মদ হোছাইন(রহ:)ঃ
তিনি অত্র ইউনিয়ের দিগরপানখালী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন উদার, মহৎ ও সৎ চরিত্রের অধিকারী। তিনি দিগরপারখালী গ্রামের মানুষের জন্য অনেক নিদর্শন রেখে গেছেন । তার মধ্যে তিনি সর্ব প্রথম কোরআন শিক্ষা দেওয়ার জন্য ১৯৬৮সালে দিগরপানখালী মজিদিয়া হাফেজ খানা প্রতিষ্টা করেন, ১৯৮৪ সালে দিগরপানখালী দারুল উলুম মহিলা দাখিল মাদ্রাসা এবং একই বছরে মসজিদ সংগল্ন ইসলাম শিক্ষা প্রতিষ্টার জন্য ফোরকানীয়া মাদ্রাসা চালু করেন।এছাড়াও ২০০০ সালে দিগরপানখালী বিদ্যালয় পাড়া জামে মসজিদ, ফোরকারনিয়া মাদ্রাসা ও নুরানী মাদ্রাসা প্রতিষ্টা করেন।তিনি দ্বীনদার ও বুজুগু ছিলেন।
মুফতি এনামুল হকঃ
তিনি ফাসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি গ্রামীন মানুষের মধ্যে শিক্ষার আলোক বাতি জ্বালানোর জন্য ফাঁসিয়াখালী আল-বালাগুল মুবিন মাদ্রাসা প্রতিষ্টা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS